মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সামাজিক সংগঠন ‘সেবাই ধর্ম’ নামের একটি প্রতিষ্ঠান শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংগঠনের কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সোহাগ প্রধান অতিথি ছিলেন।
‘সেবাই ধর্ম’ এর প্রতিষ্ঠাতা প্রসাদ ফণি রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উত্তরা ডিগ্রি কলেজের প্রভাষক মমী রানী কুন্ডু, প্রতিষ্ঠানের হিতাকাংখী বাসুদেব বিশ্বাস, বিনয় কুমার, মিঠুন চক্রবর্তী, নবীন হোসেন।
শেষে ৫৭জন ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মান্দায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
Spread the love
জানুয়ারি ০৪
০৩:০৯
২০১৯