Daily Sunshine

চাঁ’নবাবগঞ্জে চিকিৎসক আনোয়ারের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ডাক্তার আনোয়ারুল আলম-আনোয়ার ডাক্তার (৭৫) ২ জানুয়ারি বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। এ-ছাড়াও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ডাক্তার আনোয়ারের একটি কিডনি নষ্ট ছিল। উন্নত চিকিৎসার জন্য বেশ কিছুদিন তিনি ভারতে ছিলেন। দেশে আসার পথেই তিনি স্ট্রোক করলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
তার জানাযার নামাজ ৩ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এবং ফকিরপাড়া গোরস্থানে দাফন করা হবে। মরহুম আনোয়ার ডাক্তার স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক ও নবাবগঞ্জ সদর হাসপাতালের আরএমও ছিলেন। বর্তমানে তিনি পাঠান পাড়ার নিজস্ব বাসভবনে চেম্বারে বসতেন।
প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি তালেবুন নবী ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সামিউল হক লিটন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানুয়ারি ০৪
০৩:০৯ ২০১৯

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই পরীক্ষা ১৯ মার্চ নেয়ার দিন ধার্য করেছে পিএসসি। বুধবার বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এই পরীক্ষা নেয়ার মত দেয়া হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে এ অনির্ধারিত সভায় কোনো আলোচনা হয়নি। ২০১৯ সালের

বিস্তারিত