স্টাফ রিপোর্টার : বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স বলেছেন, নতুন সরকারকে বেকারত্ব নিরসনে যত্নশীল হতে হবে। বাংলাদেশের বড় এটি অভিশাপ বেকারত্ব। আর এই বেকারত্ব নতুন সরকারকে ঘুচাতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাহেববাজারস্থ কার্যালয়ে নির্বাচনী উত্তরসভায় এই কথা বলেন তিনি।
নির্বাচনী উত্তরসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামানা মনির। এসময় বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর সাবেক সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম নান্টু, যুবমৈত্রী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাসুম আখতার অনিক, মহানগর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, সহ-সভাপতি আবদুল কুদ্দুস টেবলু, মাসুম রেজা বিদ্যুত, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বিদ্যুৎ, নারী বিষয়ক সম্পাদক নাসিমা আখতার মিতা প্রমুখ।
সভা শেষে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশার বিজয়ের জন্য ওয়ার্কার্স পার্টির নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু যুবনেতাদের মিষ্টি মুখ করান।
বেকারত্ব নিরসনে সরকারকে যত্নশীল হতে হবে: কলিন্স
জানুয়ারি ০৪
০৩:০৮
২০১৯