সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাঠ থেকে আবু বক্কর সিদ্দিক (৪৫) নামে এক রাজমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু বক্কর চকলাড়ুয়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যায়নি।
সিংড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত আবু বকর সিদ্দিকের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিক ভাবে এটাকে একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি মাঠ থেকে আবু বক্কর সিদ্দিকের লাশ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিংড়ার মাঠ থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার
জানুয়ারি ০৪
০৩:০৮
২০১৯