Daily Sunshine

নগরীতে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অগ্নিদগ্ধ হয়ে রতনা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নতুন বুধপাড়া নজিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু একই এলাকার রুবেল হোসেনের মেয়ে।
সকালের দিকে রতনার মা একতলা ছাদের উপরে চুলায় রান্না করছিলেন। এসময় রতনাও পাশে বসে ছিলো। রতনার মা নিচে ভ্যানে পেঁয়াজ কিনতে আসে। এসময় কোনভাবে রতনার কাপড়ে আগুন লেগে যায়। পরে রতনাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এতে রতনার অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতাল থেকে ঢাকায় পাঠানোর কথা বলে চিকিৎসক। ঢাকায় যাওয়ার পথে রতনার মৃত্যু হয়। পরে বাদ যোহর নতুন বুধপাড়া কবরস্থানে দাফন করা হয় রতনাকে।

জানুয়ারি ০৪
০৩:০৪ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]