স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় ধর্ষক মিজানুর রহমানকে (২৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। তিনি উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের বাদইল গ্রামের শহিদ বিএসসি’র ছেলে।
থানা সূত্রে জানা যায়, বুধবার দুর্গাপুরে বাদইল গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মিজানুর নাটোরের নলডাঙা উপজেলার এক ছাত্রীকে ফুসলিয়ে দুর্গাপুরে এনে ধর্ষণ করে। ওই দিনই সন্ধ্যায় ভিকটিম বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক মিজানুরকে গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ধর্ষক মিজানুরকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে, শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
জানুয়ারি ০৪
০৩:০৪
২০১৯