স্টাফ রিপোর্টার : কানাডা থেকে আগত বিনিয়োগকারী প্রতিনিধি মনোজ বিশ্বাসের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল মেয়রের সঙ্গে সাক্ষাত করেন।
এসময় বিদেশী বিনিয়োগকারী রাসিকের রাজস্ব বৃদ্ধি ও রাজশাহীর বিস্তীর্ণ পদ্মার চর ব্যবহারের মাধ্যমে সোলার এনার্জি ব্যবহার করে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রীডে প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মেয়র লিটন বিষয়গুলি মনোযোগ সহকারে শোনেন ও রাজশাহীর উন্নয়নে এ ধরনের মেগা প্রজেক্ট গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মাসুদুর রহমান রিংকু, পরিচালক ফরিদ উদ্দিন, চেম্বার সচিব মহঃ গোলাম জাকির হোসেন ও ফিং ইন্টারন্যাশনালের প্রতিনিধি মিজানুর রহমান প্রমূখ
বিদেশী বিনিয়োগকারীর সঙ্গে রাসিক মেয়রের মতবিনিময়
Spread the love
জানুয়ারি ০৩
০৩:৩৪
২০১৯