গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগ নেতা ইসমাইল হত্যা মামলায় একজন আটক হয়েছে। বুধবার বিকেলে ৩ টার দিকে থানা পুলিশ উপজেলার পালপুর এলাকায় অভিযান চালিয়ে মিনারুল ইসলাম মিলনকে (৪০) আটক করে। সে পালপুর গ্রামের রায়হান আলীর ছেলে ও এজাহারভুক্ত আসামী।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে জামায়াত –বিএনপির সন্ত্রামীদের হামলায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল (৫০) চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার মারা যান।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আটককৃত মিলনকে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের আটক করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
গোদাগাড়ীতে আ’লীগ নেতা ইসমাইল হত্যা মামলায় একজন আটক
Spread the love
জানুয়ারি ০৩
০৩:৩১
২০১৯