Daily Sunshine

ভোটের পর প্রথম প্রতিবাদ কর্মসূচিতে বাম জোট

সানশাইন ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সারাদেশে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এই জোট। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। গত রোববার ‘প্রহসনের’ নির্বাচন হয়েছে দাবি করে নতুন করে নির্বাচনের দাবি আগেই জানিয়েছিল বাম জোট।
বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনর্র্নিবাচনের দাবি তুলেছে। তারা নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচির সিদ্ধান্ত নিলেও এখনও দিনক্ষণ জানায়নি। তার আগে বুধবার বাম জোটের এক সভায় ঘোষিত ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হল। সিপিবি কার্যালয় মুক্তি ভবনে সভা শেষে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটি কোটি ভোটারদের ভোটাধিকার হরণ করে সংগঠিত প্রহসনের নির্বাচনের ফলাফল বাতিল করে অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ৩ জানুয়ারি দেশব্যাপী মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশ চক্রবর্তী, বাসদ (খালেকুজ্জামান) নেতা বজলুর রশিদ ফিরোজ, সিপিবির সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নু, গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক।

জানুয়ারি ০৩
০৩:৩১ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]