গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন স্থানে নির্বাচনোত্তর সহিংসতায় প্রেক্ষিতে ১৪৪ ধারা জারির গুজবে সোমবার সন্ধ্যার পর জনশূন্যহয়ে পড়ে উপজেলার সদরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা।
সন্ধ্যার পর থেকেই জনশূন্য হয়ে পড়ে দোকানপাঠ, রাস্তাঘাট। বিষয়টি জানতে এলাকার জনসাধারণ গণমাধ্যম কর্মীদের কাছে মুঠোফোনে যোগাযোগ শুরু করে। বিষয়টি নিশ্চিত হতে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সাথে গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করলে তিনি জানান, উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতার কারণে যৌথবাহিনীর কার্যক্রমের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি হয়ে থাকতে পারে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপজেলার কোথাও ১৪৪ ধারা জারি করা হয়নি বলে তিনি জানান।
গোমস্তাপুরে ১৪৪ ধারার গুজবে এলাকা জনশূন্য
জানুয়ারি ০২
০৩:২৫
২০১৯