জেলা পরিষদ ভবন
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের ভবন নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ড. জুলিয়া মঈন। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় তিনি ভবন নির্মাণ কাজ পরিদর্শনে যান।
এ সময় তার সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলীসহ জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গেত, ‘মীম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাজশাহী জেলা পরিষদের ভবন নির্মাণের কাজ করছে। চারতলা ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ টাকা।
নির্মাণ কাজের অগ্রগতিতে উপ-সচিবের সন্তোষ
Spread the love
জানুয়ারি ০২
০৩:২৪
২০১৯