Daily Sunshine

রাজশাহীতে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী এ্যাডভোকেট বার সমিতির প্রয়াত সদস্য এ্যাড. ভোলানাথ মাঝি স্মরণে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের সভাপতিত্বে এ ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বার সমিতির সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক একরামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় মীর শফিকুল ইসলাম ভোলানাথ মাঝির কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন।
রেভারেন্স শেষে বার সমিতির সভাপতি লোকমান আলীর সভাপতিত্বে হল ঘরে শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় বার সমিতির সাধারণ সম্পাদক একরামুল হক উপস্থিত ছিলেন। যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেমান আলীর সঞ্চলনায় মরহুম আইনজীবির কর্মময় জীবনী আলোকপাত করে বক্তব্য রাখেন বার সমিতির সিনিয়র এ্যাড. মো. ইয়াহিয়া, এ্যাড. অসিত সান্যাল, এ্যাড. হোসেন রমজান, এ্যাড. মোহন কুমার সাহা, এ্যাড. খাজা মঈন উদ্দিন, এ্যাড. আব্দুস সাত্তার, এ্যাড. এএন মোতাসিম বিল্লাহ, এ্যাড. এনতাজুল হক বাবু, এ্যাড. সারোয়ার জাহান তুহিন, এ্যাড. সোহেলা আক্তার ডানা প্রমূখ। এসময় বক্তরা মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানুয়ারি ০২
০৩:২৪ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত