স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় জাতীয় পার্টির ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা টেলিফোন একচেঞ্জ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহিদুল ইসলাম।
বাঘা পৌর জাতীয় পাটির সভাপতি আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের উপজেলা সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও বাঘা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়ানী ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আক্রাম হোসেন, বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক খাজের আলী, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি বাবুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম ও গড়গড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান।
উপস্তিত ছিলেন গড়গড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মনিগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শানাউর রহমান, পাকুড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শয়ন আলী, চকরাজাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শামসুউদ্দীন মোল্লা, বাঘা পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ আলম টিপু।
বাঘায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Spread the love
জানুয়ারি ০২
০৩:২৩
২০১৯