Daily Sunshine

নাটোর-৪ আসনে চার প্রার্থীর তিনজনেরই জামানত বাতিল

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চারজন প্রার্থীর মধ্যে তিনজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তারা জামানত ফেরৎ পাচ্ছেন না। নীতিমালা অনুযায়ী নির্বাচনে ভোটার কতৃক প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে থাকলে সে প্রার্থীর জামানত বাজেয়যাপ্ত করা হবে। সে অনুযায়ী এ আসনে জামানত বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা লাঙ্গল প্রতীকে সাত হাজার তিনশ’ ৪ ভোট, ইসলামী আন্দোলনের বদরুল আমিন হাত পাখা প্রতীকে ছয় হাজার তিনশ’ ৭১ ভোট এবং ন্যাপের হারুন অর রশীদ কুঁড়েঘর প্রতীকে মাত্র এক হাজার ১৭ ভোট পেয়েছেন।
অপরদিকে, বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুসের প্রাপ্ত ভোট দুই লাখ ৮৫ হাজার ৫৩২ যা কাস্টিং ভোটের ৯৪ দশমিক ৫৪ ভাগ। নির্বাচনের মাত্র চারদিন আগে হাইকোর্ট বিএনপির প্রার্থীর জামানত বাতিল করায় এ আসনে বিএনপির কোন প্রার্থী ছিলো না।

জানুয়ারি ০১
০৩:৩২ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আঁকাআঁকি থেকেই তন্বীর ‘রংরাজত্ব’

আসাদুজ্জামান নূর : ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশা ছিল জুবাইদা খাতুন তন্বীর। ক্লাসের ফাঁকে, মন খারাপ থাকলে বা বোরিং লাগলে ছবি আঁকতেন তিনি। কারও ঘরের ওয়ালমেট, পরনের বাহারি পোশাক ইত্যাদি দেখেই এঁকে ফেলতেন হুবহু। এই আঁকাআঁকির প্রতিভাকে কাজে লাগিয়েই হয়েছেন ক্ষুদ্র উদ্যোক্তা। তুলির খোঁচায় পরিধেয় পোশাকে বাহারি নকশা, ছবি, ফুল

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

জোরালো হচ্ছে সরকারি চাকরিতে ‘বয়সসীমা’ বাড়ানোর দাবি

সানশাইন ডেস্ক : সর্বশেষ ১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়। এরপর অবসরের বয়স বাড়ানো হলেও প্রবেশের বয়স আর বাড়েনি। বেকারত্ব বেড়ে যাওয়া, সেশনজট, নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা, অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে উদ্যোগ নেয়নি

বিস্তারিত