স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া সড়কে কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রলির মুখোমুখী সংর্ঘষে সারোয়ার হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনা কবলিত ওই ট্রলির চালক ছিলেন। এ ঘটনায় ট্রলির হেলপার আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম জানা যায়নি। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বলেন, দুপুরে ঝলমলিয়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও ইটবাহী ট্রলির মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক সারোয়ার হোসেন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরহে উদ্ধার করে।
এই ঘটনায় গুরুতর আহত অজ্ঞাত পরিচয় ওই ট্রলির হেলপারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
পুঠিয়ায় কাভার্ডভ্যান-ট্রলি সংঘর্ষে চালক নিহত
Spread the love
জানুয়ারি ০১
০৩:৩০
২০১৯