পরমাণু বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন পুতিন

ঢাকা অফিস: রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির পর পুতিন এ নির্দেশ জারি করেছেন। ন্যাটোর বিবৃতিতে রাশিয়াকে দেখে নেয়ার হুমকি দেওয়া হয়েছে বলে ঐ খবরে উল্লেখ করা হয়েছে। ন্যাটো বলেছে, উসকানি ছাড়াই ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়াকে কঠিন মূল্য পরিশোধ করতে হবে। পার্সটুডে

মস্কোতে রুশ প্রতিরক্ষামন্ত্রী ও জেনারেল স্টাফের প্রধানের সঙ্গে ব্রিফিংয়ে পুতিন বলেছেন, ‘আমি সেনাবাহিনীর প্রতিরোধ ফোর্সগুলোকে বিশেষ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি।’

পুতিন আরও বলেছেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে অবন্ধুসুলভ পদক্ষেপের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেনি, তারা ঐ সীমা অতিক্রম করেছে।ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা আগের চেয়ে অনেক বেড়েছে। ন্যাটোর উসকানির কারণেই ইউক্রেন সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ | সময়: ১০:৩৮ অপরাহ্ণ | সুমন শেখ