১ মার্চ থেকে দোকানপাটসহ কোনো প্রতিষ্ঠানে টিকা সনদ না পেলে আইনানুগ ব্যবস্থা: মেয়র আতিক

ঢাকা অফিস: ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, গণটিকা কার্যক্রমের আওতায় গত তিন দিনে ১ লাখ ২৫ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। মেয়র বলেন, আগে কাগজপত্রের ঝামেলা ছিল। টিকা কেন্দ্রে যেতে ভয় পেতেন অনেকে। সেই সমস্যারও সমাধান করা হয়েছে।  শনিবার মোহাম্মদপুর এলাকায় সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির গণটিকা কেন্দ্র পরিদর্শন শেষে মেয়র এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, দোকানের মালিক-কর্মচারিদের টিকা না নেয়া থাকলে ১মার্চ থেকে ডিএনসিসির ১০টি অঞ্চলে মোবাইল কোর্ট পরিচালনা করে দোকানপাট বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। টিকাকেন্দ্র পরিদর্শন শেষে মেয়র মোঃ আতিকুল ইসলাম মোহাম্মদপুর হাউজিং সোসাইটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, এই ঢাকা, সবার ঢাকা। সবাই মিলে একটি সুস্থ, সচল আধুনিক ঢাকা গড়ে তুলবো। টিকা নেওয়া যেমন আমাদের দায়িত্ব, তেমনি শহর পরিচ্ছন্ন রাখাও আমাদের দায়িত্ব। জনগণের সহোযোগিতা পেলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২ | সময়: ৭:০৪ অপরাহ্ণ | সুমন শেখ