সর্বশেষ সংবাদ :

খুলনায় ড্রেন খুঁড়তে গিয়ে হেলে পড়লো তিনতলা বাড়ি

ঢাকা অফিস: এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। এতে বাগমারা এলাকার ওই বাড়িটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সিটি করপোরেশনের ড্রেন সংস্কার কাজের জন্য খোঁড়াখুঁড়ি করার কারণে পুরাতন এই ভবনের সড়ক লাগোয়া অংশে ফাটল সৃষ্টি হয়। এ কারণে আতঙ্কিত হয়ে ভবন ত্যাগ করেছেন বাসিন্দারা। জানা যায়, তিনতলা এ ভবনের দ্বিতীয় তলায় বাড়ি মালিকের পরিবার এবং নিচতলা ও তৃতীয় তলার ভাড়াটিয়া মিলিয়ে মোট ১১টি পরিবার বসবাস করত। ড্রেন নির্মাণের জন্য মাটি ও ইট তোলায় বাড়িটি হেলে পড়ে বলে মালিকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে একই দিন রাতে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও খুলনা সিটি করপোরেশনের লোকজন সতর্ক অবস্থানে থেকে ভবনের ফাটল অংশে বালুর বস্তা ফেলার কাজ তদারকি করছেন। ওই বাড়ির মালিকের জামাতা তৌফিকুর রহমান পিন্টু বলেন, বাড়িটি পাকিস্তানি আমলের। ২৫ বছর আগে তার শ্বশুর বাড়িটি ক্রয় করেন। তিনতলা ভবনের ওপরে টিন সেডের কয়েকটি ঘর রয়েছে। গত ১৫ দিন ধরে শ্রমিকরা এখানে মাটি খোঁড়ার কাজ করছে। মঙ্গলবার বিকেলে শ্রমিকদের বাড়ির মূল বেজের নিচ থেকে ইট তুলতে নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। তারা বেজের ইট ও মাটি তুলে ফেলে। এর কিছুক্ষণ পরে বাড়িটি হেলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।স্থানীয়রা জানান, ড্রেনের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্কমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক বাবুল চক্রবর্তী বলেন, বাগমারা এলাকার ৫২ নং ভবনটি ডানদিকে সামান্য হেলে পড়েছে। এ ছাড়া পাশের আরও দু’টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২ | সময়: ১:০১ অপরাহ্ণ | সুমন শেখ