সর্বশেষ সংবাদ :

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ ৩৩, বিদ্রাহী ও স্বতন্ত্র ৮৪ প্রার্থী জয়ী

ঢাকা অফিস: গতকাল সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ জেলার ১৩৫টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় পার্টির তিনজন প্রার্থী জয় পেয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১১ জন। স্থগিত হয়েছে চারটি ইউনিয়নের ভোটগ্রহণ। এই নির্বাচনে সাতটি ইউনিয়নে ভোট হয়েছে ইভিএম এ। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের এই ধাপে তিন পদে মোট ৫ হাজার ৮৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সময় চট্টগ্রামের সাতকানিয়ায় তিন ইউনিয়নে বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। এর আগে, প্রথম ধাপে গত বছরের ২১শে জুন ২০৪টি ইউনিয়নে এবং ২০শে সেপ্টেম্বর ১৬০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গেল ১১ই নভেম্বর দ্বিতীয় ধাপে মোট ৮৩৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়। ২৮শে নভেম্বর তৃতীয় ধাপে আরও ১ হাজার ৪টি ইউপি এবং ২৬শে ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৩৬টি ইউপিতে ভোট হয়। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে মোট ৭০৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সবশেষ গেল ৩১শে জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সূত্র: ডিবিসি টিভি


প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২ | সময়: ১২:৫৪ অপরাহ্ণ | সুমন শেখ