সর্বশেষ সংবাদ :

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতসহ তিন দেশ

 

ঢাকা অফিস ঢাকা অফিস  : শনিবার (৫ ফেব্রুয়ারি) সৃষ্ট উত্তর ভারতের জম্মু ও কাশ্মীর, নয়ডা, দিল্লি ও আশপাশের শহরগুলো কেঁপে উঠেছে। এছাড়া আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর এনডিটিভির।ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার। স্থানীয় সময় শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ভূমিকম্পের সঠিক সময় জানানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।গত জানুয়ারিতে আফগানিস্তানের হেরাথেকটি বড় ভূমিকম্প হয়। সেখানে কম্পনের মাত্রা এতটাই তীব্র ছিল যে ২৬ জনের মৃত্যু হয়েছিল।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২ | সময়: ১২:২৫ অপরাহ্ণ | সুমন শেখ