শান্তিপূর্ণ ভারত মহাসাগর অর্জনে কাজ করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া

ঢাকা অফিস: শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী ভারত মহাসাগর অর্জনের জন্য একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে এক বার্তায় উভয় দেশের প্রধানমন্ত্রী একই ধরনের মনোভাব পোষণ করেছেন। সোমবার (৩১ জানুয়ারি) সরকারের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় উল্লেখ করেছেন যে, সম্পর্কের ৫০ বছরপূর্তি আমরা উদযাপন করছি, দুই দেশের জনগণ ও অর্থনীতির উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে। একইসঙ্গে সামনের দিনগুলোতে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী ভারত মহাসাগর অঞ্চল অর্জনের জন্য কাজ করবো।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন তার বার্তায় উল্লেখ করেছেন— নিরাপদ, সমৃদ্ধশালী ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক তৈরি জন্য বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একসঙ্গে কাজ করবে। এবছর আমরা প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার জন্য কাজ করবো। এর পাশাপাশি কোভিড মহামারির কারণে যে চ্যালেঞ্জ এসেছে, সেটি কাটিয়ে উঠতে একে অপরকে সাহায্য করার জন্য কাজ করবো। উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ জানুয়ারি হোটেল পূর্বাণীতে প্রথম মিশন খুলে অস্ট্রেলিয়া। উভয় নেতা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন।  গত বছর সই করা ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং আরও কর্মসংস্থান তৈরির বিষয়ে জোর দেওয়া হয়।


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ | সময়: ১১:৩০ অপরাহ্ণ | সুমন শেখ