‘মার্কিন নিষেধাজ্ঞা ইইউ’র সঙ্গে বাণিজ্যে কোনও প্রভাব ফেলবে না’

ঢাকা অফিস: সম্প্রতি র‍্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দি রিপোর্টার্স’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, আমি এখন পর্যন্ত এমন কোনও কিছু দেখছি না, যাতে মনে হয় ব্যবসার ওপর প্রভাব পড়েছে। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে আলোচনায় নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক নিষেধাজ্ঞা ব্যবসার ওপর কখনও কখনও প্রভাব ফেলে, কিন্তু আমি এমন কোনও ইঙ্গিত দেখছি না যাতে বুঝা যায় সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রভাব ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসার ওপর পড়েছে বা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২ | সময়: ৪:১৬ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর