অবশেষে ২৯ ঘণ্টা পর আলো জ্বললো শাবিপ্রবি ভিসির বাসভবনে

ঢাকা অফিস: বিচ্ছিন্ন করার প্রায় ২৯ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) রাত ১২টার পর তারা সংযোগ চালু করে দেন। বিষয়টি মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের নিশ্চিত করেছেন। আন্দোলনের মুখপাত্র মোহাইমিনুল বাশার রাজ বলেন, উপাচার্যের বাসভবনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২৫ থেকে ৩০ জন কর্মচারীর বাসার বিদ্যুৎতের সংযোগ রয়েছে। তাদের অনেকে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন কর্মচারী সমিতির সভাপতি। উল্লেখ্য, এর আগে গত রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উপাচার্যের বাসার বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর থেকে অন্ধকারে ছিলেন উপাচার্য।


প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২ | সময়: ২:০৩ অপরাহ্ণ | সুমন শেখ