সর্বশেষ সংবাদ :

বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের ১০৫ দেশ পাবে সস্তায় করোনা পিল মলনুপিরাভি

ঢাকা অফিস: জাতিসংঘ ও মার্কিন ওষুধ কোম্পানি মার্ক’এর মধ্যে চুক্তির ফলে এর আওতায় বিশ্বের ২৭টি ওষুধ কোম্পানি করোনা পিল সরবরাহ শুরু করবে আগামী মাস থেকে। আরটি এসব কোম্পানির পাঁচটি মলনুপিরাভিরের কাঁচামাল উৎপাদনের বিষয়টি দেখভাল করবে। ১৩টি কোম্পানি পিল উৎপাদন করবে। বাকি ৯টির কাজ হবে ওষুধটি যথাযথভাবে উৎপাদন করা। বাংলাদেশ, চীন, মিসর, জর্ডান, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের ওষুধ কোম্পানিগুলো এ পিল উৎপাদন করবে। করোনায় আক্রান্ত রোগীকে পাঁচ দিনে এক কোর্স অর্থাৎ ৪০টি মলনুপিরাভি খেতে হবে। মার্ক রয়্যালটি নেবে না বলে দরিদ্র দেশগুলোর বাসিন্দারা কমবেশি ২০ মার্কিন ডলার খরচ করলেই এক কোর্স পিল পাবেন।মলনুপিরাভি ঝুঁকিতে থাকা করোনা রোগীর মৃত্যুঝুঁকি ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়।


প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২ | সময়: ৩:১৯ অপরাহ্ণ | সুমন শেখ