সর্বশেষ সংবাদ :

কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি আমাদের সর্বোত্তম নির্বাচন: মাহবুব তালুকদার

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সর্বোত্তম দাবি করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। রবিবার নারায়ণগঞ্জের নির্বাচনি এলাকা পরিদর্শন শেষে আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেওয়া লিখিত বক্তব্যে তিনি এমনটা জানান। অবশ্য এই নির্বাচনে সরকারি দলের একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিয়েছেন অভিযোগ করে কোনও ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে আমি কিছুটা বিস্মিত। একজন সংসদ সদস্য আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়েছেন। তাকে একটা চিঠি পর্যন্ত দেওয়া হয়নি। উল্টো বলা হয়েছে, তিনি আচরণবিধি লঙ্ঘন করলেও শাস্তিযোগ্য অপরাধ করেননি। তাহলে অন্যান্য সংসদ সদস্যকে আচরণবিধি লঙ্ঘনের চিঠি দেওয়া হলো কেন?’ গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন কারণে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেও এদের সংখ্যা জানা যায়নি। নির্বাচন কমিশন সচিবালয়ে এ নিয়ে কোনও তথ্য নেই। এমনকি, অন্যান্য নির্বাচনে সহিংসতায় নিহতদেরও তথ্য নেই। নির্বাচনকালে গায়েবি মামলার হিড়িক পড়ে যায় কেন, সেটাও একটা প্রশ্ন।’ কমিশনার আরও বলেন, ‘নাসিক নির্বাচন আমাদের কার্যকালে সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচন। এটি আমার কাছে অনেক প্রত্যাশার স্থান। এ নির্বাচনে আমি ৪টি কেন্দ্রের ১৪টি বুথ পরিদর্শন করেছি। উল্লেখযোগ্য কোনও সংঘর্ষ ও সন্ত্রাসী কার্যক্রম ঘটেনি। বিগত ৫ বছরে যত সিটি করপোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় কুমিল্লা সিটি ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সর্বোত্তম। নির্বাচন সংশ্লিষ্টদের এ জন্য ধন্যবাদ জানাই।’


প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ | সময়: ৬:২৮ অপরাহ্ণ | সুমন শেখ