Daily Sunshine

সংক্রমণের উচ্চ ঝুঁকিতে ঢাকা ও রাঙামাটি

Share

ঢাকা ও রাঙামাটি জেলা করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সপ্তাহের করোনার তথ্য বিশ্লেষণে এ প্রবণতা লক্ষ করা যায়। গতকাল (১১ জানুয়ারি) দেশে করোনায় নতুন করে শনাক্ত হন দুই হাজার ৪৫৮ জন। এর ঢাকা মহানগরসহ ঢাকা জেলার এক হাজার ৯২০ জন। অর্থাৎ এ দিন শনাক্ত রোগীর মধ্যে কেবল ঢাকা জেলায় শনাক্ত হন ৭৮ দশমিক ১১ শতাংশ।  আর ঢাকা বিভাগে মোট শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৯ জন। এ বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে ফরিদপুর ও কিশোরগঞ্জে শনাক্ত হয়েছেন ছয় জন করে, গাজীপুরে ১৬ জন, গোপালগঞ্জে সাত জন, মানিকগঞ্জে চার জন, মুন্সীগঞ্জে তিন জন, নারায়ণগঞ্জে ১১ জন, নরসিংদীতে পাঁচ জন এবং শরীয়তপুরে শনাক্ত হয়েছেন একজন। ওই পরিসংখ্যানে দেখা গেছে, মাধ্যম ঝুঁকি থেকে উচ্চ ঝুঁকিতে গেছে ঢাকা জেলা এবং নিম্ন ঝুঁকি থেকে উচ্চ ঝুঁকিতে গেছে রাঙামাটি জেলা। এই দুই জেলায় সংক্রমণ ঝুঁকি ১০-১৯ শতাংশ। গ্রাফিক্সে দেখা যায়, রাজশাহী, নাটোর, রংপুর, লালমনরিহাট, যশোর ও দিনাজপুর জেলায় সংক্রমণ ঝুঁকি ৫-৯ শতাংশ।

কোন জেলায় সংক্রমণ ঝুঁকি কেমনকোন জেলায় সংক্রমণ ঝুঁকি কেমনএছাড়া চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, কক্সবাজার, কুষ্টিয়া, নীলফামারী, বরগুনা, শেরপুর, মেহেরপুর, ঠাকুরগাঁও, ফেনী, সিরাজগঞ্জ, জামালপুর, পিরোজপুর, বাগেরহাট, নারায়ণগঞ্জ, নওগাঁ, ঝালকাঠি, খুলনা, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, ফরিদপুর, বরিশাল, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, রাজবাড়ী, সিলেট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, কিশোরগঞ্জ, গাইবান্ধা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নরসিংদী, খাগড়াছড়ি, ঝিনাইদাহ, পাবনা, মাদারীপুর, মাগুরা, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নেত্রকোনা, ভোলা, টাঙ্গাইল, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া ও নড়াইলে সংক্রমণের ঝুঁকি ০-৪ শতাংশ। এতে আরও দেখা যায়, অপরবির্তত মধ্যম ঝুঁকিতে আছে নাটোর এবং নিম্ন ঝুঁকি থেকে মধ্যম ঝুঁকিতে আছে রাজশাহী ও রংপুর। আর তুলনামূলক কম ঝুঁকিতে আছে চট্টগ্রাম, বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও কুষ্টিয়া।

জানুয়ারি ১২
১৩:০৪ ২০২২

আরও খবর

[TheChamp-FB-Comments]