সর্বশেষ সংবাদ :

অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি আলী কবিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম‍্যান, বালাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ এস এম আলী কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আলী কবির মারা যান। ৭১ বছর বয়সী এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। মাঝে হার্ট অ্যাটাকও হয়েছিল। আলী কবির পেশাগত জীবনে পূর্ণ সচিবের দায়িত্ব পালন করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিবও ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মনোনীত হন। গত এক দশকের বেশি সময় ধরে ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সবশেষ নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানও হন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য ২০১৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান।


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ | সময়: ৪:৩৩ অপরাহ্ণ | সুমন শেখ