সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধিঃ

১৬ দফা দাবি আদায়ের লক্ষে নওগাঁয় সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষ ডিসি অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠির নারী-পুরুষ অংশ নেয়।

বুধবার বেলা ১১ টার দিকে শহরের মশরপুর বাইপাস আব্দুল জলিল চত্বরে জড়ো হয়ে মিছিল বের করেন তারা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে নেতৃত্বদেন জাতীয় আদিবাসী পরিষদের আহবায়ক নরেন পাহান। কর্মসূচীতে সংগঠনের সদস্য সচীব মার্টিন মুরমু, জয়নাল আবেদীন মুকুল, এ্যাডভোকেট মোহসীন রেজা, এ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপনসহ আদিবাসী পরিষদের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন- সমতল ভূমিতে প্রায় ২০ লাখ ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষের বসবাস। তাদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন ও ৫ ভাগ কোঠা সংষ্কারের দাবি করেন। এছাড়া গাইবান্ধার বাগদা ফার্মে ইপিজেড স্থাপনের পরিকল্পনা বাতিলসহ ১৬ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দেন আদিবাসী পরিষদের নেতারা।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: মে ১৮, ২০২২ | সময়: ৮:২০ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর