Daily Sunshine

অগ্নিকাণ্ড: নারায়ণগঞ্জে জুস কারখানার আগুনে অন্তত ৪০ জন নিহত

Share

বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে কারখানায় গতকাল আগুন লেগেছিল, সেখানে অন্তত ৪০ জন মারা গেছে বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস আজ জানিয়েছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ পরিচালক দেবাশিষ বর্ধন ঘটনাস্থল থেকে দুপুর দেড়টা নাগাদ বিবিসি বাংলাকে জানান, “অন্তত ৪০টি মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে।”

তিনি জানান, ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।

মি. দেবাশিষ বর্ধন আশঙ্কা প্রকাশ করেন যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনাস্থলে থাকা রূপগঞ্জ থানার একজন পুলিশ সদস্য বিবিসি বাংলাকে জানিয়েছেন যে ওই কারখানায় কাজ করতেন, এমন অনেকের স্বজনেরা ঘটনাস্থলে ভিড় করেছেন।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় একটি ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাক্টরির ভবনে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে আগুন লাগে।

আগুন লাগার পর সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে বলা হয়েছিল যে আগুনের ঘটনার পর তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জুলাই ০৯
১৪:১৪ ২০২১

আরও খবর