
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা জেলার লাকসাম ও মনোহর গঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে। স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হোক।
স্থানীয় সূত্র মতে, সংশ্লিষ্ট থানাগুলোর মধ্যে লালচাঁদপুর, দৈয়ারা, নোয়াপাড়া, রাজাপুর, ছিখটিয়া এলাকাসমূহে মাদকের আধিপত্য বিস্তার করছে। এই এলাকার চিহ্নিত মাদক সেবীদের মধ্যে রয়েছেন নয়া পাড়া এলাকার মুরগী রাসেল, নোয়াপাড়া এলাকার ড্রাইভার সোহাগ, বিল্লাল হোসেন মজুমদার, পাইলিং রিশাদ, গাঁজা মাসুদ রানা, গুডলাইফ খালেক, রাজাপুর এলাকার রাফারেল ও খোকা, দৈয়ারা এলাকার রাসেল এবং চিখিটয়া এলাকার জুয়েল।
দ্রুতসময়ের মধ্যে এলাকাগুলোর চিহ্নিত মাদক সেবী ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনা না হলে এলাকা তরুণ সমাজকে রক্ষা করা অসম্ভব হয়ে যাবে। একই সাথে এলাকাগুলোতে নানাবিধ অপরাধ বৃদ্ধি পাবে। এমন অবস্থায় সামাজিক অবক্ষয় রোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
শাহ্জাদা/সানশাইন