সোমবার, ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক;
রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের ৫০ পূর্তি অনুষ্ঠান হয়েছে। শনিবার ৪ জানুয়ারি বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আশরাফুল ইসলাম খসরু ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী ৫ পুঠিয়া- দুর্গাপুর আসনের সংসদ প্রফেসর ডাক্তার মনসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম আনিস, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল হক টুলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী-সহ আরো অনেকেই
অনুষ্ঠান পরিচারনায় ছিলেন- আমগাছী শাহার বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম হাবিব ।