সর্বশেষ সংবাদ :

এতিমখানার ৩১ ছাত্রকে বেধড়ক মারধর, হাসপাতালে ভর্তি

সানশাইন ডেস্ক;

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ক্রিকেট ও ফুটবল খেলা নিয়ে বিতণ্ডার জেরে একটি এতিমখানায় হামলা চালিয়ে ৩১ জন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওখানকার স্থানীয়দের বিরুদ্ধে ।

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৬টায় শহরের কলেজপাড়া এলাকার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ ঘটনা ঘটেছে । আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা মো. ইমরান গনমাধ্যম কর্মীদের বলেছেন, বিকেলে এতিমখানার পাশে ছাত্ররা খেলছিলো। এ সময় স্থানীয় এক ছেলের সাথে তাদের বিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় স্থানীয় নারী-পুরুষ দলবেঁধে এসে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদেরকে পিটিয়ে আহত করেছে ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, এতিমখানার ছাত্ররা কলেজপাড়া বালুর মাঠে ফুটবল খেলছিলো । এ সময় স্থানীয় এক তরুণ খেলতে বাধা দেয় ছাত্রদের। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বললে এ নিয়ে বিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটে । এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে ।


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ | সময়: ৮:৫২ পূর্বাহ্ণ | সুমন শেখ