Daily Sunshine

মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের সড়ক অবরোধ

Share

সানশাইন ডেস্ক:
বকেয়া বেতন-ভাতার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ ও ভাঙচুর করেছে গার্মেন্ট শ্রমিকরা। বুধবার সকাল ১০ টা থেকে ৪০০-৫০০ শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় মিরপুর ১১ নম্বর ও ৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আইভিএস ফ্যাশনের কর্মীরা সকাল ১০ টার দিকে মিরপুর ১৩ নম্বরে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা স্লোগান নিয়ে মিরপুর ১৩ নম্বর থেকে ১০ নম্বর হয়ে ৭ নম্বর এলাকায় যায়। সেখানে স্নোটেক্স অ্যাপারেলসের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে।

এ সময় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রব নান্নুর লোকজন গার্মেন্ট কর্মীদের ধাওয়া দেয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গার্মেন্ট কর্মীরা পিছু হটে এবং স্নোটেক্সে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়।

বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় আশপাশের দোকানপাটেও ভাঙচুর চালায়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১ টার দিকে এ প্রতিবেদন লেখার সময় শ্রমিকরা আবারও ৭ নম্বর ও ১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেয়। তাদের দাবি, শ্রমিকদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে গার্মেন্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সানশাইন/তই

নভেম্বর ২৪
১৩:২৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]