Daily Sunshine

আলমপুর ইউনিয়নের নৌকার মাঝি রাজিবুল ইসলাম

Share
সানসাইন ডেস্ক: ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি হলেন আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাজিবুল ইসলাম (রাজু)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে তাঁর মনোনয়ন চূড়ান্ত হয়।
এদিকে নৌকার টিকিট পাওয়া রাজিবুল ইসলাম রাজুকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দনের ঝড় বইছে।
জানা গেছে, আগামী ১১ নভেম্বর ৫ নং আলমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৩জন।
এসব প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়। কেন্দ্রীয়ভাবে বৃহস্পতিবার দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন রাজিবুল ইসলাম রাজুকে।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
অক্টোবর ০৭
২৩:১৪ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]