Daily Sunshine

বরগুনায় পণ্যবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ 

Share
জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা  প্রতিনিধিঃ শুক্রবার সকাল আনুমানিক ১১ টার দিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ৩ নং গৌরীচন্না ইউনিয়নের ছোট গৌরীচন্না গ্রামের খান বাড়ির সম্মূখে  এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরে গাড়ি ফেলে চালক ও তার সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে কাভারভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং লাশটি পোস্ট মাডাম করে সুরাতলের জন্যে পাঠানো হয়।
বরগুনা সদর থানার (ওসি তদান্ত) শহিদুল ইসলাম মিলন নিশ্চিত করেন -নিহত মোস্তাফিজুর রহমান আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর ইসলাম মৃধার ছেলে।
তিনি বরগুনা থেকে বরিশাল তার ব্যাক্তিগত কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে তিনি এ দূর্ঘটনার স্বীকার হন।
মে ২৮
১৮:৫০ ২০২১

আরও খবর