
সানসাইন ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে মাটিকাটার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকাল নয়টার দিকে তাড়াশ পৌর সদরের নিকারী পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ হোসেন বারুহাঁস ইউনিয়নের পেঙ্গুয়ারী গ্রামের জয়নাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, তাড়াশ পৌর সদরের নিকারী পাড়া মহল্লার নজরুল ইসলামের বাড়িতে ফিরোজ হোসেন শ্রমিকের কাজ করতেন। সকালে ওই বাড়িতে মাটি ভরাটের কাজ করার সময় অসাবধানতাবশত কোদালটি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন।
পরে লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমান তাকে মৃত ঘোষণা করেন। তাড়াশ সদর ইউনিয়নের ইউপি সদস্য বকুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সানশাইন/ম.আমি