বিজয় দিবসে রাবির ঠাকুরগাঁও জেলা সমিতির শ্রদ্ধাঞ্জলি

রাবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠাকুরগাঁও জেলা সমিতি। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটির প্রথম প্রহর রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় সমিতির সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করন হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, আজ বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনেই লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের কাঙ্খিত বিজয় পাকিস্তানি হানাদারদের থেকে ছিনিয়ে নিয়েছিলাম। বুকের তাজা রক্তের বিনিময়ে জাতির সূর্য সন্তানেরা আমাদের উপহার দিয়েছিল লাল-সবুজের পতাকা। আমরা যারা শিক্ষার্থী আমাদের সকলকে সে সকল শহীদদের চেতনাকে বুকে লালন করতে হবে। সেই সাথে আজকের এই দিবসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক এবং সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার শপথ করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক তুশার আহমেদ লোকমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল কবির ও সারওয়ার আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক  মহিউদ্দিন মাহী, ক্রীড়া সম্পাদক এমএ গফুর আহমেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক রেজওয়ানুল হক ডলার আরিফ প্রমুখ।
সানশাইন/১৬ ডিসেম্বর/এলএইচ

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১ | সময়: ১২:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর