Daily Sunshine

ভাসানী স্মৃতি সম্মাননা পেলেন রাবি অধ্যাপক ড. হীরা

Share

রাবি প্রতিনিধি:
লেখক ও গবেষক হিসেবে বিশেষ অবদানের জন্য ‘মাওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি সম্মাননা-২০২১’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক ড. হীরা সোবাহান। মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যশালা মিলনায়তনে ‘হৃদয়ে ৭১ সাংস্কৃতিক পরিষদ’ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

জানতে চাইলে ড. হীরা সোবাহান বলেন, সম্মাননা মূলত কাজের স্বীকৃতি। এসব পুরষ্কার আরও কাজ এবং গবেষণা করতে প্রেরণা জোগায়। দেশ ও জাতির কল্যাণে আমি আর আমার লেখনি এবং গবেষণা অব্যাহত রাখতে চাই।

অনুষ্ঠানে হৃদয়ে ৭১ সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা এম এ হালিম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রধান আলোচক হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকুসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সানশাইন/২৭ অক্টোবর/এলএইচ

অক্টোবর ২৭
২০:৩০ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]