Daily Sunshine

রাবি উপাচার্যের সঙ্গে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাক্ষাত

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নববিযুক্ত উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপুর সাথে সৌজন্য সাক্ষাত করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখা। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের অফিস কক্ষে তারা এ সাক্ষাত করেন।

এসময় সংগঠনের নেতৃবৃন্দরা উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ সাধণের জন্য উপাচার্যের সাথে সংগঠনের নেতৃবৃন্দরা সংক্ষিপ্ত আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক পি এম সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাব, সহ-সভাপতি গৌতম গোস্বামী, সংস্কৃত বিভাগের সভাপতি অধ্যাপক জুয়েলী বিশ্বাস, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মেহেদী, বিশ্ববিদ্যালয় স্কুলের প্রভাষক নাসিমা খাতুন, কর্যনির্বাহী সদস্য বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুমাইয়া খানম, মাহমুদা খাতুন, রফিকুল ইসলাম বেলাল ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল কুদ্দুস প্রমুখ।

 

সানশাইন/১৩ সেপ্টেম্বর/রনি

সেপ্টেম্বর ১৩
১৯:১৭ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]