Daily Sunshine

রাবিতে পরীক্ষা শুরু ২০ জুন

Share

লাবু হক, রাবি:
আবাসিক হল বন্ধ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষাগুলো আগামী ২০ জুন থেকে সশরীরে শুরু হবে। একই সঙ্গে করোনার প্রভাবে ২০২০ সালে অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাসমূহ আগামী ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত এক অনলাইন আলোচনা সভা শেষে এসকল তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

তিনি বলেন, আগামী ২০ জুন থেকে ২০১৯ সালের স্থগিত হওয়া পরীক্ষাগুলো সশরীরে শুরু হবে। ২০২০ সালের পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো। তবে বিভাগ কবে নেবে সেটা তারা নিজেরা ঠিক করবে।

হল খোলার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, এই সময়ে হল খোলা যাচ্ছে না। তবে ২০২০ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যে কোনো এক বর্ষের পরীক্ষা নেয়ার পরে আরেক বর্ষের পরীক্ষা নেয়া হবে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি বর্ষের পরীক্ষা শেষ করা হবে।

সানশাইন/০৩ জুন/এলএইচ

জুন ০৩
১৫:৩৬ ২০২১

আরও খবর