Daily Sunshine

রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা

Share

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে তিনি এই দায়িত্বগ্রহণ করেন। এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাঁকে এই দায়িত্ব দেয়া হয়।

একই আদেশে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমানকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

জানতে চাইলে নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, একজন ছাত্র উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর করার জন্য শিক্ষার্থীদের যে ধরণের সহযোগীতা প্রয়োজন, আমি আপ্রাণ চেষ্টা করব সে ধরণের সহযোগীতা করার। যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় এবং তাদের জীবণকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে।

সানশাইন/২৯ এপ্রিল/এলএইচ

এপ্রিল ২৯
১৬:৪১ ২০২১

আরও খবর