
রাবি প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তোহুর আহমেদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২১৭ নং কক্ষে এই সভার আয়োজন করা হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি নিজ বাসভবনে ড. তোহুর আহমেদ ইন্তেকাল করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ বলেন, ‘মরহুম তোহুর আহমেদ ছিলেন একজন বিনয়ী, স্বল্পভাষী, সহজ, সরল ধর্মপরায়ন ও নিবেদিত প্রাণ শিক্ষক। যার কৃতিত্ব তিনি রেখে গেছেন তাঁর প্রশাসনিক ও পেশাগত ক্ষেত্রে। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সুযোগ্য শিক্ষককে হারালাম, জাতি হারালো একজন দক্ষ প্রকৌশল শিক্ষাবিদ।’ এসময় তিনি অধ্যাপক তোহুর আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক সেলিম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মোতাহার হোসেন, কর্মচারী সমিতি সভাপতি মহিদুল ইসলামসহ বিভিন্ন আনুষদের অধিকর্তা, বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ,শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
সানশাইন/১৭ ফেব্রুয়ারি/এলএইচ