
রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সরস্বতী পূজায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
পূজায় অতিথিরা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সেখানে উপাচার্য তাঁর শুভেচ্ছা বক্তব্যে বাণী অর্চনা তথা সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বিদ্যা দেবী সরস্বতীর আশীর্বাদে সমাজে শিক্ষা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার আরো বিকাশ ঘটবে; সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির প্রসারে বন্ধনকে দৃঢ় করতে কাজ করে যাবে।
বক্তৃতা শেষে উপাচার্য উপ-উপাচার্যদ্বয় এবং অতিথিবৃন্দকে সাথে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে উপস্থিত ভক্তরা পুস্পাঞ্জলিও প্রদান করেন।
এসময় মন্দির প্রাঙ্গণে অন্যদের মধ্যে ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান, শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন কমিটি-২০২১ এর আহ্বায়ক অধ্যাপক অমিত কুমার দত্ত ও কেন্দ্রীয় মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক বিশ্বনাথ শিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক পার্থ বিপ্লব রায়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমানসহ বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্দির ছাড়াও রাবি স্কুলে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়।
সানশাইন/১৬ ফেব্রুয়ারি/এলএইচ