Daily Sunshine

অবসরে গেলেন রাজশাহী কলেজের প্রফেসর নারগিস জাহান

Share

স্টাফ রিপোর্টার: দীর্ঘ চাকরিজীবন শেষে এবছরের ১৪ মে বৃহস্পতিবার অবসর যান রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর নারগিস জাহান। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১০ টায় কলেজের কামারুজ্জামার ভবনের ১০১ নং কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন করে বিভাগটি।

বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইয়াসমিন আকতার শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী বিভাগীয় প্রধানকে সম্মানসূচক ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা জানান সহকর্মীরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যাপক মনজুরা খানম, আব্দুল্লাহিল কাফি, সহযোগী অধ্যাপক আবদুল মতিন, মোসলেম উদ্দিন মন্ডল, সহকারী অধ্যাপক ড. আবু নোমান মো. আসাদুল্লাহ, শোহেলা পারভিন, মানিক হোসনে, প্রভাষক তোফায়েল আহম্মেদ, দেলোয়ার হোসেনসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সানশাইন/১২ নভেম্বর/এসআর

নভেম্বর ১২
২১:০০ ২০২০

আরও খবর