বৃহস্পতিবার, ১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াছমিন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ বিষয়ে জানতে চাইলে সাবিনা ইয়াছমিন বলেন, ‘মঙ্গলবার সকাল দশটায় দায়িত্ব গ্রহণ করেছি। হলে যেহেতু দায়িত্ব নিয়েছি তাই হলের শিক্ষার্থীদের ভালো মন্দ সার্বিক দিক দেখা আমার দায়িত্ব।’ হলের আবাসিক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে জেনেটিং ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিন্নাত ফেরদৌসী হল প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।