
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগে ভর্তি হওয়া শারীরিক প্রতিবন্ধী রাজিয়া সুলতানা রুমকি বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন। এদিকে আইন বিভাগের শিক্ষার্থী সামির উদ্দীনের কৃত্রিম পা সংযোজনে ও লেখাপড়ার জন্য আর্থিক এক লাখ টাকার অনুদান চেক দিয়েছেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দীন আয়েন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে রুমকি ও সামির উদ্দিনের উপস্থিতিতে সহযোগিতা করা হয়। রুমকিকে বাংলা বিভাগে ভর্তির সুযোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান।
এর আগে গত ৩১ জানুয়ারি শারীরিক প্রতিবন্ধী রাজিয়া সুলতানা রুমকির তিনতলায় আরবী বিভাগে ক্লাস করা কষ্ট সাধ্য হয়ে লেখাপড়া থেমে যাওয়ার উপক্রম হলে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। অন্যদিকে গত ১ ফেব্রæয়ারি সামিরের কৃত্রিম পা সংযোজনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় সাংসদসহ বিভিন্ন সংস্থা তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।
জানা যায়, রাজিয়া সুলতানার এই দূর্ভোগের কথা শুনে এগিয়ে এসেছিলেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান। রাজিয়ার সমস্যাটি সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তিনি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) এ ব্যাপারে মাহফুজুর রহমান এহসান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে আইন বিভাগের শিক্ষার্থী সামির উদ্দীনকে কৃত্রিম পা সংযোজনের জন্য বিভিন্ন মহলে যোগাযোগ করে তার আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন।
সহযোগিতার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, টিএসসিসি এর পরিচালক হাসিবুল আলম প্রধান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি এহসান মাহফুজ প্রমুখ।
সানশাইন অনলাইন/এন এ