
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘চাঁদপুর পরিবার’র স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীদের ‘বিদায় সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর সাহেব বাজারের ডি’অরগানো রেস্তরায় পরিবারটি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘চাঁদপুর পরিবার’র গুরুত্ব ও পরিবারে বিদায়ী শিক্ষার্থীদের অবদান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাদের ভবিষ্যত সফলতা কামনা করেন। যাতে আগামীদিনে তারা দেশ ও জাতি সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
এর আগে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা অনুষ্ঠানে বর্তমান ও বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভ’তি প্রকাশ করেন। এসময় বিদায়ী মোট আটজনের হাতে ক্রেস্ট তুলে দেন পরিবারের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাদেকুল আলম সাজিদ, সাবেক সভাপতি ফয়েজ মাহমুদ ও বর্তমান সভাপতি তানজিল আহমেদ তন্ময়। এরপর রাতের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে পরিবারের মোট ৬৫জন সদস্য উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ‘চাঁদপুর পরিবার’র সভাপতি তানজিল আহমেদ তন্ময় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুনতাসির শাওন।
সানশাইন অনলাইন/এন এ