Daily Sunshine

রাবিতে গুরুতর আহত সজীবকে ঢাকায় স্থানান্তর

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাদ ভেঙ্গে পড়ে গিয়ে গুরুতর আহত শওকত ওমর সজীবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। দুইদিনে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এর আগে পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। তার দ্রæত অস্ত্রোপচার করতে হবে বলে জানান তিনি।

সজীবের বন্ধু আশিক মাহমুদ জানান, সজীবের শারীরিক অবস্থা ভাল নয়। তার কোমড়ের হাড়, পা ও একটি হাত ভেঙ্গে গেছে। তাই তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘আমি সজীবকে দেখতে গিয়েছিলাম। ওর দ্রæত উন্নত চিকিৎসার প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি খুব দ্রæত সজীব সুস্থ হয়ে উঠবে।’

সজিবের সম্পর্কে আশিক বলেন, ‘সজীব তিন ভাইবোনের মধ্যে সে দ্বিতীয়। পারিবারিক দিক দিয়েও খুব স্বচ্ছল নয় তারা। তার বাবা দেশের বাইরে থাকেন। সজীবের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ তার পরিবারের একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।’

সানশাইন অনলাইন/এন এ

জানুয়ারি ১৬
১৯:৫৯ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

বঙ্গমাতার আত্মত্যাগ বৃথা যাবে না: প্রধানমন্ত্রী

সানশাইন ডেস্ক : দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তাদের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

যেসব নিয়োগ পরীক্ষা আছে সামনে

সানশাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষা করোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি

বিস্তারিত