Daily Sunshine

রাজশাহী বিভাগেও করোনা শনাক্তের রেকর্ড

Share

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে একদিনে রেকর্ড ৬৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এক দিনে এ বিভাগে এত বেশি সংখ্যক মানুষের করোনা শনাক্ত এর আগে হয়নি।

 

রবিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজশাহী বিভাগের আট জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৪ জনে দাঁড়িয়েছে। শনিবার পর্যন্ত শনাক্তের সংখ্যা ছিলো ৮০৬ জন। এ বিভাগে নতুন আরেকজন করোনায় মারা গেছেন। তার বাড়ি নওগাঁ। বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ৬।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজশাহী জেলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালে আছেন আটজন। মারা গেছেন দুইজন। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এ জেলায় আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১১ জন।

বিভাগে সর্বোচ্চ ৩২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এখানে হাসপাতালে ভর্তি আছেন ৫৮ জন। আর সুস্থ হয়েছেন ৩১ জন। এ জেলায় একজন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি।
নওগাঁয় শনাক্ত হয়েছেন ১৩২ জন। এদের মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন। সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে এ জেলায়। নওগাঁয় হাসপাতালে ভর্তি আছেন ছয়জন। নাটোরে আক্রান্ত হয়েছেন ৫৫ জন। এ জেলায় একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১০ জন। এখানে কেউ হাসপাতালে ভর্তি নেই। শনিবার নতুন করে কেউ শনাক্ত হননি।

বিভাগের সিরাজগঞ্জে করোনায় প্রাণ গেছে একজনের। এ জেলায় মোট ৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন, একজন হাসপাতালে। একজন মারা গেছেন। পাবনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ৩৫। এখানে কেউ মারা যাননি। তবে একজন হাসপাতালে রয়েছেন। আর সুস্থ হয়েছেন সাতজন। নতুন করে এ জেলায় সংক্রমণ শনাক্ত হয়নি।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৩৭ হাজার ৬৭৯ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ৩১ হাজার ৫৯৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫৬০ জনকে। এদের ৫০০ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ করেছেন। চিকিৎসার জন্য ৪৭৬ জনকে আইসোলেশনে নেয়া হলেও ছাড়পত্র পেয়েছেন ৩০৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে আক্রান্ত ৮৭৪ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৮ জন। এখন হাসপাতালে ভর্তি আছেন ২৪৫ জন। প্রতিদিন এ বিভাগে করোনা পরিস্থিতির অবনতিই হচ্ছে।

সানশাইন/৩১ মে/ এমওআর

মে ৩১
১৫:২৪ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

বর্ষার সাজে রাজশাহী, সড়ক বিভাজনে রঙ্গনের শোভা

বর্ষার সাজে রাজশাহী, সড়ক বিভাজনে রঙ্গনের শোভা

সানশাইন ডেস্ক : বর্ষার প্রকৃতিতে এখনও রাজশাহী নগরে হাজারো ফুলের সমারোহ। গ্রীষ্মের ফুল হলুদ সোনালু কিংবা বেগুনি জারুল ও লাল টুকটুকে কৃষ্ণচূড়ার রক্তঝরা হাসি এখনও যে কারোই নজর কাড়ছে। মাঝে মাঝে ঝড়ো বৃষ্টিতে এসব ফুল ঝরে রাজপথ করছে রঙিন। চলতি করোনাকালে বাইরে তেমন মানুষজন নেই। তাইবলে থেমে থাকেনি প্রকৃতি। রাজশাহী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৩৮তম বিসিএসে সুপারিশ পেলেন ২২০৪ জন

৩৮তম বিসিএসে সুপারিশ পেলেন ২২০৪ জন

সানশাইন ডেস্ক : ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল আজ মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এর মধ্য দিয়ে ফলপ্রত্যাশীদের অপেক্ষার পালা শেষ হলো। পিএসসি সূত্র জানায়, আজ বিকেলে বিশেষ সভা শেষে পিএসসি ৩৮তম বিসিএসের চূড়ান্ত

বিস্তারিত