Daily Sunshine

নগরীতে ডাবলু সরকারের ত্রাণ বিতরণ অব্যাহত

Share

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসে কারনে গৃহবন্দী কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও আর্থিক সহযোগিতা অব্যাহত রেখেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। শুক্রবার তিনি রাজশাহী মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় তাদের নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মীদের খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য রাজশাহী মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, রনজিত সাহার হাতে খাদ্য সামগ্রী ও নগদ টাকা দেন ডাবলু সরকার। এ সময় তিনি বলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহযোগিতা করা হচ্ছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনসহ সকল ধর্মের নিম্ম আয়ের কর্মহীন মানুষের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বার্তায় আমরা সকলের পাশে আছি ও ভবিষ্যতে ও থাকবো ইনশাল্লাহ্ ।

বিতরণকালে উপস্থিত ছিলেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ ও রাজশাহী মহানগর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার প্রমুখ।

সানশাইন/১৭ এপ্রিল/এমওআর

এপ্রিল ১৭
১৯:২৭ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

ঈদুল ফিতর : গুরুত্ব ও তাৎপর্য

ঈদুল ফিতর : গুরুত্ব ও তাৎপর্য

ড. মোঃ আমিনুল ইসলাম : আরবী ঈদ শব্দটি ‘আওদ’ শব্দমূল থেকে উদ্ভূত। এর আভিধানিক অর্থ হল প্রত্যাবর্তন করা, বার বার ফিরে আসা। মুসলমানদের জীবনে চান্দ্র বৎসরের নির্দিষ্ট তারিখে প্রতি বছরই দুটি উৎসব বর্তমান! এই দিন দুটি সুনির্দিষ্ট সময়ে ফিরে ফিরে আসে। তাই দিন দুটিকে ঈদ বলা হয়। ফিতর শব্দের অর্থ

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

বিআইডব্লিউটিএ’কে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

বিআইডব্লিউটিএ’কে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

সানশাইন ডেস্ক : করোনাকালে দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাস থেকে রক্ষায় এবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে পিপিই এবং মাস্ক হস্তান্তর করেছে। বুধবার (২০ মে) মতিঝিলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের

বিস্তারিত